শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পাঁচ (৫) দিনের চীন সফরে থাকায় উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। গতকাল রবিবার (৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত “Bangladesh Higher Education Delegation’s Visit” কর্মসূচির আওতায় পিপলস রিপাবলিক অব চীনে অবস্থান করবেন।
অফিস আদেশে আরও বলা হয়, ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান-এর ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, গতকাল ৬ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে ২০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি পাঁচ দিনের সফরে চীনের কুনমিং শহরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
Discussion about this post