শিক্ষার আলো ডেস্ক
ঢাকা কলেজে সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত পাঠাগার স্থাপন করলেন ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান ফজলে হাসান নিয়ন। তার একক উদ্যোগে এ পাঠাগারটি স্থাপিত হয়।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কলেজের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উন্মুক্ত পাঠাগারটিতে থাকছে রাজনৈতিক দর্শন, অর্থনীতি, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, সাহিত্যসহ নানা বিষয়ের গুরুত্বপূর্ণ বই । শিক্ষার্থীরা চাইলে পাঠাগার প্রাঙ্গণেই বই পড়ে নিতে পারবেন, আবার নির্দিষ্ট শর্তে বই ধারও নিতে পারবেন।
দেওয়ান ফজলে হাসান নিয়ন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসী ও নৈরাজ্যময় কার্যক্রম পরিচালনা করে। ফলে ছাত্ররাজনীতির সংস্কৃতির চরম ছন্দপতন হয়েছিলো। তাই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, তার অন্যতম হলো—সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণমুখী ও শিক্ষাবান্ধব কর্মসূচি গ্রহণ করা। আমরা চাই, ছাত্ররাজনীতি যেন কেবল স্লোগান আর মিছিলের মধ্যে সীমাবদ্ধ না থেকে, একটি ইতিবাচক সাংস্কৃতিক পরিবর্তনের বাহক হয়ে উঠুক। এই পাঠাগার সেই লক্ষ্যেই আমাদের ছোট্ট প্রয়াস।
তিনি আরও বলেন, রাজনীতির পাঠ যতটা মিছিলে, ততটাই বইয়েও—এই উপলব্ধি থেকেই আমরা চাইছি, ক্যাম্পাসে পাঠচর্চার সংস্কৃতি ফিরিয়ে আনতে। এটি শুধু একটা পাঠাগার নয়, এটা একটি রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা, যা প্রজন্মকে আলোচনাপ্রবণ, পাঠনিবিষ্ট ও যুক্তিনির্ভর করে গড়ে তুলবে।
পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম, শাহজাহান সৌরভ, সিরাজুম মনির নায়েব, এস এম রবিন, আদনান মাহমুদ আরিফ, নাদিম খান, ফাহিম শাহরিয়ার সাদ, রাকিব রায়হান, নাফিজ আহম্মেদ, পারভেজ হোসেন, ইয়াসিন হাসান আদিব, কাজী রাসেলসহ অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী।
Discussion about this post