শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন দুটি ইনস্টিটিউট।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ‘ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি’ এবং ‘ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’ এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকগণসহ স্নাতকোত্তর শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, দুই দশকের বেশি সময় ধরে অপেক্ষমাণ ইনস্টিটিউট দুটি অবশেষে যাত্রা শুরু করল। আশা রাখি, বৈশ্বিক প্রেক্ষাপটে ইনস্টিটিউট দুটি গবেষণা ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন-ঢাবিতে ‘নারী শিক্ষার্থী দিবস’ ও ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণা
ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন জানান, চার বছর মেয়াদি কোর্সে পরিবেশের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনাও থাকবে। এজন্য চার সদস্যের কারিকুলাম কমিটি কাজ করছে, যারা বিদেশি মডেল পর্যালোচনা করছেন। সেমিনারের মাধ্যমে চূড়ান্ত হবে, যাতে বিশেষজ্ঞরাও যুক্ত থাকবেন।
বায়োটেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, শুরুতে ২৫-৩০ শিক্ষার্থী নিয়ে স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
Discussion about this post