শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৮ম মাইগ্রেশনের ফলাফল এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি সংক্রান্ত তারিখ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন-বাউবির এমএ ও এমএসএস প্রোগ্রাম, ভর্তি পরীক্ষা ২৫ জুলাই
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সব শিক্ষার্থী ইতোমধ্যে ১ম, ২য় ও ৩য় ধাপে অনলাইনে ১০ হাজার টাকা জমা দিয়ে মাইগ্রেশনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ১৬ ও ১৭ জুলাই তারিখের মধ্যে তাদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফি সমন্বয় করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র (মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটার সনদ) জমা দিয়ে ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে।
এরপর অটোমাইগ্রেশন শেষে শূন্য আসনগুলোর বিপরীতে অনস্পট ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। শূন্য আসনের তিনগুণ শিক্ষার্থীর এই অপেক্ষমাণ তালিকা আগামী ১৮ জুলাই প্রকাশ করা হবে। অপেক্ষমাণ তালিকা থেকে অনস্পট ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২০ জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Discussion about this post