শিক্ষার আলো ডেস্ক
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে শূন্য আসনে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবারের (১৭ জুলাই) মধ্যে নির্বাচিতদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখা যাবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ২৩টি ডিগ্রির জন্য ২০২৫ শিক্ষাবর্ষের ৪র্থ মেধা তালিকা হতে ভর্তির জন্য নির্বাচিত কিছুসংখ্যক প্রার্থী ভর্তি না হওয়ায় ও ভর্তি বাতিলের ফলে শূন্য আসন সমূহে ২৩ জুন ও ১৬ জুলাই রিপোর্টিংকারীদের মধ্য থেকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন-জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ২য় বর্ষের আজকের পরীক্ষা স্থগিত
ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীরা ওয়েবসাইট (https:www.admission.hstu.ac.bd)-এ আবেদনের সময় প্রাপ্ত Applicant ID ও Password দিয়ে লগইন পূর্বক প্রবেশ করে কোন বিষয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন কি না তা দেখতে পারবেন। এছাড়াও ৪র্থ ধাপ পর্যন্ত ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের পছন্দক্রমানুযায়ী নতুন কোন বিষয়ে তাদের মাইগ্রেশন হয়েছে, সেটি দেখতে পারবেন। উক্ত মেধাতালিকায় বিষয় প্রাপ্তদের ১৭ জুলাই ধাপসমূহ অনুসরণ করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে বলা হলো।
প্রয়োজনীয় কাগজপত্র
১. এস.এস.সি. পাসের মূল সনদপত্র ও এইচ.এস.সি. পাশের মূল সনদপত্র (যদি থাকে)।
২. সর্বশেষ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূলকপি।
৩. এস.এস.সি. ও এইচ.এস.সি.-এর মূল ট্রান্সক্রিপ্ট।
৫.কক্ষ পরিদর্শকের স্বাক্ষরসহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র সাথে আনতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে। এছাড়াও এইচ.এস.সি-এর মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য সাথে আনতে হবে।
ভর্তি প্রক্রিয়া
বিষয়প্রাপ্তদের ১৭ জুলাই সকাল ১০টা হতে বিকেল ৪টার মধ্যে প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ওয়েবসাইট (https:www.admission.hstu.ac.bd)-এ আবেদনের সময় প্রাপ্ত Applicant ID ও Password দিয়ে লগইন পূর্বক প্রবেশ করে নির্ধারিত ভর্তি ফি জমাদান সাপেক্ষে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরম ১৬ জুলাই রাত ৯টার পর হতে পূরণ করা যাবে। ভর্তির আবেদন ফরম পূরণ শেষে অবশ্যই রঙ্গিন প্রিন্ট করতে হবে।
উল্লেখিত ফরমের প্রিন্টেড কপি শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট ডিন অফিসে ১৭ জুলাই বিকেল ৪টার মধ্যে জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে ভর্তি না হলে শিক্ষার্থীর আসনটি ফাঁকা বলে গণ্য হবে। ভর্তির ধাপসমূহ ওয়েবসাইটে দেওয়া রয়েছে।
ভর্তি ফি ও ফি প্রদান প্রক্রিয়া
মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদ-এর মাধ্যমে ভর্তি ফি বাবদ সর্বমোট ১৫ হাজার ৯১৫ টাকা মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd/admission ) – এ পাওয়া যাবে। উল্লেখিত মোবাইল ব্যাংকিং ব্যতিরেকে শিক্ষার্থীরা রূপালী ব্যাংক এর যে কোন শাখায় স্বশরীরে জমা দিয়ে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি ফি জমাদানের ব্যাংক রশিদ বিশ্ববিদ্যালয়ের আইটি সেল কর্তৃক যাচাই করে নিতে হবে।
সতর্কীকরণ
ভর্তির আবেদন সংক্রান্ত কোন তথ্য মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। ভর্তির পর আবেদনপত্রে কোন ভুল/মিথ্যা ধরা পড়লেও ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল হবে এবং মিথ্যা তথ্য প্রদানের বিষয়ে প্রমাণিত হলে শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Discussion about this post