শিক্ষার আলো ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ ছাত্র-জনতার স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে তারা।
বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছসহ মোট ১০০টি চারা রোপণ করে তারা। এসময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক, যুগ্ম আহ্বায়ক ফয়সালসহ ছাত্রদলের অর্ধ শতাধিক নেতা-কর্মীও।
কর্মসূচিতে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ক্যাম্পাসে ভবন নির্মাণের নামে সবসময় গাছ কাটা হয়। কিন্তু সেই অনুপাতে নতুন গাছ লাগানোর বিষয়টি পালন করা হয়না। ছাত্রদল পরিবেশের ভারসাম্য রক্ষায় সবসময় তৎপর, ক্যাম্পাসের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এই বৃক্ষরোপন কর্মসূচি সামনের দিনেও অব্যাহত থাকবে।
Discussion about this post