শিক্ষার আলো ডেস্ক
রাজধানী ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৩ ও ২৪ জুলাই (বুধবার ও বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উক্ত মর্মান্তিক দুর্ঘটনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষাসমূহ নির্ধারিত তারিখ, সময় ও কেন্দ্রে যথারীতি অনুষ্ঠিত হবে।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, শেখ খবর পাওয়া পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন। আজ দুপুর দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।
Discussion about this post