শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত হওয়া পরীক্ষা পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৪ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিতব্য পরীক্ষাটি স্থগিত হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী ১৪ আগস্ট দুপুর ২টা থেকে শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত থাকবে।
বিজ্ঞপ্তি দেখুন এখানে-
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ কারণবশত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রয়োজন হলে তারা তা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়েছে।
Discussion about this post