শিক্ষার আলো ডেস্ক
২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির ১ম বর্ষ ভর্তিতে নীতিমালা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
আজ রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত একটি নোটিশ প্রকাশ করা হয়।
প্রকাশিত নোটিশে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির ১ম বর্ষে ভর্তিতে নীতিমালা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আলিম শ্রেণিতে ৩০ জুলাই অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে। এ কার্যক্রম চলবে ১১ আগস্ট পর্যন্ত। এ ছাড়াও মূল ভর্তি কার্যক্রম হবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। আর ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।
আরও বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানসমূহে (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষে আলিম ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘আলিম ১ম বর্ষে ভর্তির নীতিমালা-২০২৫; অনুসরণ করতে হবে মর্মে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র (২)-এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ভর্তির নীতিমালা দেখুন এখানে
Discussion about this post