শিক্ষার আলো ডেস্ক
প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে দিনটিতে সাধারণ ছুটি থাকবে। এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের সিদ্ধান্তের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষও ৫ আগস্ট ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৩০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আদিষ্ট হয়ে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন এবং সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) অত্র বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে।’
এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানায়।
আরও পড়ুন-শেখ পরিবারের নামে থাকা ৪টি কলেজ ও ২১ ভবনের নাম পরিবর্তন
এছাড়া পৃথক এক প্রজ্ঞাপনে সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে, যা ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে। অপরদিকে, ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরও একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুন জারি করা এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, আন্দোলনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের মৃত্যুদিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়।
Discussion about this post