শিক্ষার আলো ডেস্ক
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম এক দিনের জন্য বন্ধ থাকবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির জন্য শিক্ষার্থীরা আজ অনলাইনে কোনো আবেদন করতে পারবে না। তবে আগামীকাল, বুধবার, ৬ আগস্ট থেকে যথারীতি ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হবে। শিক্ষার্থীরা তখন আগের নিয়ম অনুযায়ী তাদের আবেদন জমা দিতে পারবে।
গত ২৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালা অনুযায়ী, ৩০ জুলাই থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত। এবারের ভর্তিতে ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা কোটা (৫ শতাংশ) এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য (১+১ শতাংশ)। সংরক্ষিত কোটার আসন ফাঁকা থাকলে মেধার ভিত্তিতে সেগুলো পূরণ করা হবে।
Discussion about this post