শিক্ষার আলো ডেস্ক
সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। প্রতিযোগিতা চলবে ২৯ সেপ্টম্বর পর্যন্ত। ছয়টি পর্যায়ে এ প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সাধারণ পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান পর্যায়ে ১ থেকে ৩ সেপ্টেম্বর, উপজেলা বা থানা পর্যায়ে ৬ থেকে ১০ সেপ্টেম্বর, জেলা পর্যায়ে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর, উপ-অঞ্চল পর্যায়ে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর, অঞ্চল পর্যায়ে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর এবং জাতীয় পর্যায়ে ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন-এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ ১০ আগস্ট
এছাড়া ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং কেন্দ্র ও ভেন্যুর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানানো হয়। বিগত বছরের মতো সমিতির সভাপতি, সম্পাদক ও সংশ্লিষ্ট ভেন্যু শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হবে।
এদিকে সময়সূচি প্রকাশ করা হলেও এখনও ভেন্যু ঠিক করা হয়নি। তবে এ বছর জাতীয় পর্যায়ের ভ্যেনু ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও কুমিল্লা বোর্ডকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
Discussion about this post