শিক্ষার আলো ডেস্ক
দেশের ৪টি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের দাবিতে আমরণ অনশন করছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।
সোমবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের অনশন কর্মসূচি চলতে দেখা যায়।
এর আগে রোববার (১০ আগস্ট) সকালে ‘ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন’-এর ব্যানারে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা এই অনশন শুরু করেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে নানা প্রশাসনিক ও একাডেমিক জটিলতায় ভুগলেও সমাধানের উদ্যোগ নেয়া হয়নি। গত দু-মাস ধরে তারা নিজ নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
তাদের অভিযোগ, কর্তৃপক্ষ কর্ণপাত না করায় ২৭ জুলাই থেকে তারা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরদিন ২৮ জুলাই পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ করে প্রায় ৫০০ শিক্ষার্থীকে আহত করে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১০ আগস্ট থেকে তারা আমরণ অনশনে বসেছেন।
চারটি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজে চলমান সমস্যাবলি জানিয়ে শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ১৮ বছরেও একজন স্থায়ী অধ্যক্ষ নিয়োগে ব্যর্থতা, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও জটিলতা, ফলে শিক্ষক সংকট চরম পর্যায়ে, গবেষণা পরিবেশ সৃষ্টি ও দক্ষ জনবল নিয়োগে ব্যর্থতা, অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নে ব্যর্থতা, পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায় অনিয়ম ও অদক্ষতা, স্বীকৃতির অভাবসহ ইত্যাদি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সংস্কারের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত থাকবে।
Discussion about this post