শিক্ষার আলো ডেস্ক
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স ও ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহে ভর্তির জন্য ভর্তিচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন আহবান করা হচ্ছে।
প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ২০২১ হতে ২০২৫ সালের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উল্লিখিত পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিজ্ঞান থাকতে হবে এবং জীববিজ্ঞানে নূন্যতম জিপিএ ২ পয়েন্ট হতে হবে।
অনলাইন আবেদন শুরু: ১৪ আগস্ট সকাল ১০টা।
অনলাইন আবেদন শেষ: ২৭ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড: ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা হতে ১৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি পরীক্ষা: ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত।
Discussion about this post