শিক্ষার আলো ডেস্ক
হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার পর কলেজের অফিসিয়াল ফেসবুকে পেজে ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ ও ১৬ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। ১৬ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।
বিকাশের মাধ্যমে ভর্তির পেমেন্ট সম্পন করে Admission Confirmation Slip এর প্রিন্ট কপি জমা দিয়ে ১৫, ১৬ আগস্ট সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থী অথবা অভিভাবক যে কেউ এসে কলেজ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন।
ভর্তি ফর্ম পূরণ করে ১৭ অবশ্যই শিক্ষার্থী নিজে এসে কলেজে জমা দেবে। একই সঙ্গে শিক্ষার্থীর কলেজ ইউনিফর্ম, ল্যাবকোট, জুতা ও সোয়েটার এর মাপ নেয়া হবে। যে সকল শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে এবং ভর্তি ফর্ম সংগ্রহ করেছে তারা নিম্নের সময় অনুযায়ী কলেজে ফর্ম জমা দিতে আসতে হবে।’
বিকাশ পেমেন্ট: ‘নিজের অথবা যে কোন বিকাশ নম্বর থেকে bKash Apps এ গিয়ে Education fee ক্লিক করে Initution Name Search দিয়ে Holy Cross College লিখে বা সিলেক্ট করে Board>Passing Year>SSC Roll >Group(Applied) লিখার পর শিক্ষার্থীর নাম ও টাকার পরিমাণ (২১৫৬০/-) দেখাবে (চার্জ ব্যতিত) এরপর পেমেন্ট সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীর নাম ও টাকার পরিমাণ না দেখালে পেমেন্ট করা যাবে না। বিকাশ পেমেন্ট সম্পন্ন হলে শিক্ষার্থী মোবাইল (ফর্ম পূরণের সময় যে নাম্বার দেয়া হয়েছিল) SMS এর মাধ্যমে একটি Security Code পাবে ‘
Admission Confirmation Slip: ‘এই লিংক-এ https://sites.google.com/view/hcca/ অথবা কলেজ ওয়েবসাইট www.hcc.edu.bd এ Admissions > Admission Application – এ প্রবেশ করে Download Confirmation Slip এ ক্লিক করে Admission Confirmation Slip প্রিন্ট করতে হবে এবং ১ কপি কলেজে জমা দিয়ে ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে।’
Discussion about this post