শিক্ষার আলো ডেস্ক
সম্প্রতি এইচএসসি পরীক্ষার উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করানোর অভিযোগে এক পরীক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অভিযুক্ত ওই পরীক্ষকের নাম মোহাম্মদ হামিদুর রহমান। তিনি হলেন টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার ইব্রাহিম খাঁ সরকারি কলেজের প্রভাষক।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বোর্ডের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের কক্ষে আজ সোমবার (১৮ আগস্ট) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে আনা অভিযোগের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন।
আরও পড়ুন-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মত আমরণ অনশন , অসুস্থ ৪ শিক্ষার্থী!
বোর্ড জানায়, প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, এমনকি শিক্ষার্থী বা পরিবারের কোনো সদস্যকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র ভরাট করানো শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কার্যকলাপ বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে।
নোটিশে অভিযুক্ত শিক্ষককে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে বলা হয়েছে।
Discussion about this post