শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে শূন্য আসনের জন্য অপেক্ষমান থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভাগ মনোনয়ন প্রকাশ করা হয়েছে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। সে অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম।
প্রকাশিত ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, যাদের বিষয় পরিবর্তন হয়েছে, তারা অনলাইনে পঞ্চাশ টাকা মাইগ্রেশন ফি জমা দিয়ে পেমেন্ট স্লিপ এর কপি সহকারে নতুন বিভাগে যোগাযোগ করবেন। নতুন করে যারা বিভাগ মনোনয়ন পেয়েছে, তারা অনলাইনে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে মূল মার্কসিট ও অন্নান্য কাগজপত্র সহ সংশ্লিষ্ট ইউনিটের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সাক্ষাৎকারে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম শুরু করবে।
বিজ্ঞান ইউনিটে বিভাগ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের ভর্তির সাক্ষাৎকার নেওয়া হবে আগামী ২৫ আগস্ট। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের সাক্ষাৎকার ২২ আগস্ট নেওয়া হবে।
ক. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।
খ. এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট।
গ. কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দেয়া ফি-এর রশিদ।
আরও পড়ুন:একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ-
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহ ডিন অফিসে জমা রাখা হবে। এগুলো জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহের পর্যাপ্ত সংখ্যক (কমপক্ষে ২০ কপি) ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তীতে ভর্তি সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে।
নতুন বিভাগ বা ইনস্টিটিউটে ক্লাস শুরু করবে এবং অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ফি-এর সংশোধিত পরিশোধের ডাউনলোডকৃত কপি নিয়ে এবং বিভাগ বা ইনস্টিটিউটের উন্নয়ন ফি সমন্বয় সাপেক্ষে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে বেশি টাকা লাগলে প্রদান করতে হবে; পূর্বেই বেশি টাকা দিলে তা পরিশোধযোগ্য নয়।
Discussion about this post