শিক্ষার আলো ডেস্ক
নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এর উদ্যোগে পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়েল আইন অনুষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
তিন পর্বের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বক্তৃতা দক্ষতা, প্রভাবশালী বক্তব্য ও আইনি জ্ঞানের মাধ্যমে নিজেদের প্রতিভা প্রদর্শন করে।
প্রতিযোগিতায় বেস্ট স্পিকার মাইশা তাসনিম, আউটস্ট্যান্ডিং স্পিকার আব্দুল্লাহ আল নোমান, মোস্ট প্রমিসিং স্পিকার মোক্তার হোসেন, স্পেশাল মেনশন-১ সৈয়দা মাদিহা আল বায়তুল, স্পেশালে মেনশন-২ ইমাম হাসান বিজয়ী হন।
এই প্রতিযোগিতা গুরুত্বারোপ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, ন্যায়ের কক্ষে শব্দই হলো আইনের হাতিয়ার।
যথাযথ বক্তৃতার দক্ষতা শুধুমাত্র শিক্ষাজীবনে নয়, আপনার আইনজীবী জীবনে ও সহায়ক হবে। এটি যুক্তিকে শব্দ দান করে, রায়কে স্পষ্টতা প্রদান করে এবং লিখিত বাক্যকে শক্তিশালী করে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এ বি এম আবু নোমান, সৈয়দ মিসবাহুল আনোয়ার, ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগে সহকারী অধ্যাপক কাজী রবিউল ইসলাম, আইন বিভাগ সহকারী অধ্যাপক হোসাইন মোহাম্মদ ইউনুস সিরাজী।
Discussion about this post