শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শেষে বিভিন্ন বিভাগে ৭৬টি আসন ফাঁকা থাকায় সেসব শূন্য আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ রবিবার (২৪ আগস্ট) ভর্তি কমিটির সদস্য সচিব ও মানবিকি অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন পূরণের লক্ষ্যে নিম্নোক্ত তালিকার (আসন ফাঁকা থাকা সাপেক্ষে) শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ২৬ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কক্ষে অনুষ্ঠিত হবে।
যেসব শিক্ষার্থী নির্ধারিত তারিখে স্ব-শরীরে উপস্থিত হতে পারবে না, তারা পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবে না। গণ বিজ্ঞপ্তিতে সাক্ষাৎকারে অংশগ্রহণ করলে আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম ও সাবজেক্ট চয়েজের ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
আরও পড়ুন-মাভাবিপ্রবির ১৪ শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
এছাড়াও FFQ, PDQ, SEQ কোটায় যারা এখনো প্রাথমিকভাবে গোবিপ্রবিতে নির্বাচিত হয়নি কিন্তু অত্র বিশ্ববিদ্যালয়ের জন্য যোগ্য, তারাও এই গণ বিজ্ঞপ্তির আওতাভুক্ত। তাদেরও নির্ধারিত ইউনিটে যথাসময়ে সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।
Discussion about this post