শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্তও জানিয়েছেন তারা।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিপ্লোমা কোটা প্রথাকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলমান। ডিপ্লোমা প্রকৌশলীদের কোটার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তারা লাল কার্ড প্রদর্শনসহ নানা কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি, মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে এবং কোনো ধরনের কোটা ব্যবস্থা রাখা যাবে না।
আরও পড়ুন-রাকসু নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত !
শিক্ষার্থীরা আরও জানান, তাদের আন্দোলন তিনটি মূল দাবিকে কেন্দ্র করে চলবে- নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার নির্ধারণ, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ শব্দটি ব্যবহার করতে না পারে।
তাদের তিন দফা দাবিগুলো হলো:-
১. নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।
২. দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে না পারে।
Discussion about this post