শিক্ষার আলো ডেস্ক
২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) এর চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)।
বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর। তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের ফলাফল তাদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি বিটিইবির ওয়েবসাইটেও (www.bteb.gov.bd) ফলাফল পাওয়া যাবে।’
জানা যায়, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার দিন থেকে শুরু হবে প্রথম পর্যায়ের নিশ্চায়ন কার্যক্রম, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের নিশ্চায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। ১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা।
আরও পড়ুন:-মাদ্রাসার ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার মানবণ্টন ও নমুনা প্রশ্ন প্রকাশিত
তালিকাভুক্ত শিক্ষার্থীদের সরাসরি ভর্তি কার্যক্রম চলবে ১৪ ও ১৫ সেপ্টেম্বরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে। পরবর্তীতে শিক্ষার্থীরা ২২ ও ২৩ সেপ্টেম্বর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবে। শূন্য আসনের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে তৃতীয় পর্যায়ের ফলাফল। তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চিত করতে হবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এবং ভর্তি কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ হবে ২৯ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা নেয় বিটিইবি কর্তৃপক্ষ। পরীক্ষায় ৪২ হাজার ৭০০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৬০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।
Discussion about this post