শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় সহসভাপতিসহ (ভিপি) সাতজনের নাম বাতিল করা হয়েছে। তবে আগামীকাল (বৃহস্পতিবার) প্রার্থিতা ফেরতের জন্য আবেদন করা যাবে বলে জানান নির্বাচন কমিশন।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এ কথা জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
আরও পড়ুন:ডাকসুঃ কোন হলে কে কত ভোট পেলেন জেনে নিন
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের মোট প্রার্থী ছিল ৩২২ জন। তাদের মধ্যে আমরা বিভিন্ন কারণে সাতজনের প্রার্থিতা বাতিল করেছি। বিভিন্ন কারণে তাদের প্রার্থীরা বাতিল করা হয়েছে। তাদের অনেকের ব্যাংক রশিদ নেই, স্বাক্ষর নেই, ছবি নেই, অনেকের ডোপ টেস্ট রিপোর্ট নেই। তবে আগামীকাল তারা আবেদন করতে পারবে প্রার্থিতা ফেরতের জন্য। আমরা সেটা দেখব। যদি গ্রহণযোগ্য হয়, তাহলে বিবেচনা করা হবে আর গ্রহণযোগ্য না হলে বাতিল করা হবে।’
প্রাথমিকভাবে যে সাতজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, তারা হলেন সহসভাপতি (ভিপি) প্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আশিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্স চাকমা, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র এবং সিনেট সদস্য পদে মারুফ হোসেন জেমস ও মো. ওমর ফারুক সাফীন আজমীর।
Discussion about this post