শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে হঠাৎ মুষলধারে বৃষ্টি। ফলে ভোট দিতে আসা শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। এ অবস্থায় নির্বাচনের প্রার্থীদের কপালে এখন চিন্তার ভাঁজ।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ৯টা থেকে ভোটগ্রহণ শুরুর দিকে আবহাওয়া মোটামুটি ভালোই ছিল। তবে সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামে।
এতে বিড়ম্বনায় পড়তে হয়েছে লাইনে দাঁড়ানো ভোট দিতে আসা শিক্ষার্থীদের। এ ছাড়া, হলের বাহির থেকে যে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে।
প্রসঙ্গত, জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Discussion about this post