শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
তিনি জানান, বুধবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত প্রধান গেটসহ পাঁচটি গেট বন্ধ থাকবে। খোলা থাকবে শুধু মীর মশররফ হোসেন হল গেট ও প্রান্তিক গেট।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাসমান দোকান, টারজান পয়েন্ট, পুরাতন পরিবহন সংলগ্ন দোকান, নতুন কলা ভবন এলাকার দোকান, মুরাদ চত্বরের দোকান, প্রান্তিক গেটের উত্তর পাশের কাপড়ের মার্কেট এবং প্রধান গেটসংলগ্ন সব দোকান বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সব হলের ভেতরের ক্যান্টিন ও দোকান খোলা থাকবে এবং খাবারের পর্যাপ্ত মজুদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন-বৃষ্টিকে উপেক্ষা করে চলছে জাকসুর ভোটগ্রহণ
তিনি আরও জানান, এ সময় জরুরি বিভাগ (নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট) ছাড়া মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। শুধু বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকারযুক্ত ও নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। বুধবার থেকে সব স্টাফ বাস প্রান্তিক গেট দিয়ে প্রবেশ করবে।
এবার ,জাকসু নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ প্রার্থী। ১১ হাজার ৮৯৭ জন ভোটার বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ভোট দেবেন। নির্বাচন পরিচালনায় থাকবেন ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও সমসংখ্যক সহকারী পোলিং কর্মকর্তা। নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের ফটকসহ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে পুলিশের ১ হাজার ২০০ সদস্য।
Discussion about this post