শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদরাসাগুলোর অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এতে ৬টি বিষয় ১০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এই পরীক্ষা বিষয়, বিষয় কোড, মানবণ্টন এবং নমুনা প্রশ্ন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫ উপলক্ষ্যে প্রতিটি বিষয়ে প্রশ্নের নমুনা ও একটি করে মডেল প্রশ্ন তৈরি করা হয়েছে। প্রশ্নের নমুনা অনুসারে দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষা-২০২৫ অবহিতকরণ সংক্রান্ত গত ২৮ আগস্ট মাদরাসা শিক্ষা বোর্ডের পত্রটি বাতিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
মানবণ্টন ও নমুনা প্রশ্ন দেখুন এখানে
Discussion about this post