শিক্ষার আলো ডেস্ক
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের জন্য আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আইটি ও ক্যারিয়ার সেন্টার- নামের এই ল্যাবগুলো শিক্ষার্থীদের গবেষণা, থিসিস প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও একাডেমিক কাজের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির কেন্দ্র হিসেবে কাজ করবে। এই উদ্যোগ গ্রহণ করেছে নবনির্বাচিত কেন্দ্রীয় ছাত্রসংসদ ।
শনিবার ( ২৭ সেপ্টেম্বরের) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) এর অফিসিয়াল পেইজ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়টি জানানো হয়।
ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলকে স্কিল ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের সেন্টার হিসেবে গড়ে তুলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সামগ্রিক বাস্তবতায় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, জ্ঞান চর্চা, কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে কম্পিউটার ল্যাবের বিকল্প নেই।
সেই ল্যাব যদি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে স্থাপিত হয় তাহলে শিক্ষার্থীদের জন্য ক্লাসরুমের বাহিরেও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি গবেষণা, একাডেমিক কাজসমূহের প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও থিসিস প্রস্তুতিকরণসহ অনলাইনের সকল সুবিধা খুবই সহজলভ্য ও দ্রুততর সময়ে পাবে।
এসব চিন্তা থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের ব্যাসিক ডিমান্ড হিসেবে আমরা প্রতিটি আবাসিক হলে আইটি ও ক্যারিয়ার সেন্টার নামক আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করতে যাচ্ছি। যা শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের একটি হাব হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা সামগ্রিক পরিকল্পনার কথা অবহিত করলে তারা এতে সহযোগিতার প্রদান করবেন বলে জানিয়েছেন।
প্রতিটি আবাসিক হলে ল্যাবের জন্য প্রশাসন একটি রুম বরাদ্দ দিলে অবশিষ্ট সামগ্রিক কাজ আমরা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। সেন্ট্রাল প্রশাসনকে অবহিত করানোর পাশাপাশি গতকাল শেখ মুজিব হল ও রোকেয়া হলের প্রোভোস্ট স্যার ও ম্যাডাম বরাবর রুমের জন্য লিখিত আবেদন প্রদান করেছি।
Discussion about this post