শিক্ষার আলো ডেস্ক
আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা। এ উপলক্ষ্যে জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করেছে সরকার। বুধবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক/নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান চর্চায় ইতিবাচক প্রতিযোগিতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে সরকার জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা প্রণয়ন করল। নীতিমালাটি ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৫ (সংশোধিত)’ নামে অভিহিত হবে।
এতে আরও বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সংশোধিত নীতিমালা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকলকে অনুমোদিত সংশোধিত নীতিমালা অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Discussion about this post