শিক্ষার আলো ডেস্ক
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (GAU) আবারও বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে।
বুধবার (৯ অক্টোবর) প্রকাশিত এ র্যাঙ্কিং অনুযায়ী, গবেষণার মানের দিক থেকে GAU বিশ্বব্যাপী ৪৬১তম স্থান দখল করেছে—যা বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনের জন্য এক অনন্য অর্জন।
সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়টি বিশ্ব তালিকায় ৮০১–১০০০ ব্যান্ডে অবস্থান করছে। এ মূল্যায়নে শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্প–সম্পৃক্ততা এবং আন্তর্জাতিকীকরণ—এই পাঁচটি মূল সূচকের অধীনে মোট ১,৩১৮টি মানদণ্ড বিবেচনা করা হয়।
চলতি বছরের র্যাঙ্কিংয়ে ১১৫টি দেশের ২,১৯১টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
বাংলাদেশ থেকে এবার মোট ১৯টি বিশ্ববিদ্যালয় THE র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সব সূচকেই সেরা ফলাফল দেখিয়ে জাতীয়ভাবে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। একই র্যাংকিংয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুনঃটাইমস হায়ার র্যাঙ্কিং: ২০০ ধাপ এগিয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় !
এর আগে, ২০২৫ সালের THE ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং, ইমপ্যাক্ট র্যাঙ্কিং এবং এশিয়া র্যাঙ্কিংয়েও জাতীয়ভাবে শীর্ষস্থান ধরে রেখেছিল GAU। একই বছরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন (WURI) তালিকায় বিশ্ববিদ্যালয়টি বিশ্বসেরা ১০০টির মধ্যে ৭৭তম স্থানে উঠে আসে—যা প্রযুক্তি ও উদ্ভাবনমূলক অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
এই সাফল্য প্রসঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মুস্তাফিজুর রহমান বলেন, “এই স্বীকৃতি শুধু GAU-এর নয়, এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতের গৌরব। আমরা দেখিয়েছি যে পরিকল্পিত কৌশল, গবেষণানির্ভর শিক্ষা ও আন্তর্জাতিক মান অনুসরণ করে বাংলাদেশেও একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং মাঠ পর্যায়ের সবার সম্মিলিত পরিশ্রমের ফল। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
Discussion about this post