শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ পালন করবেন তারা।
তাদের দাবি, বহু প্রতীক্ষিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অবিলম্বে জারি করতে হবে, নয়তো আন্দোলন আরও তীব্র হবে।
তারা বলেন, এই ২৪-২৫ এ যে আন্দোলন শুরু হয়েছে, সেটা শুধু দাবি নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই। আমরা আমাদের শেষ পদক্ষেপ নিতে প্রস্তুত।
তাদের অভিযোগ, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়া প্রকাশের পর তা সংশোধন করার জন্য যে সময় দিয়েছিল নীতি নির্ধারকেরা তথা রাষ্ট্র তা ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনো রাষ্ট্র কতৃক স্বীকৃত বা অনুমোদিত অধ্যাদেশ প্রকাশিত হয়নি। গত ৯ অক্টোবর মতামত দেওয়ার সময় শেষ হলেও অধ্যাদেশ জারির পথে বাধা সৃষ্টি করতে একটি বিশেষ মহলের নেপথ্য কার্যক্রম এখনও চলমান।’এ ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হলো দ্রুত অধ্যাদেশ জারি করা। কারণ এই অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা এখন স্বাভাবিকভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না।
উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ—সরকারি এই সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ আন্দোলনের ফলে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ঘোষণা আসে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য (ইউজিসি) অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্ব একটি খসড়া অধ্যাদেশ প্রস্তুত করা হয়। গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খসড়া অধ্যাদেশ অনলাইনে প্রকাশ করে। খসড়ায় মতামতের জন্য সময় দেওয়া হয় সাত দিন।
Discussion about this post