শিক্ষার আলো ডেস্ক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই বিভাগের ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনায় ও সংশ্লিষ্ট সুপারিশের ভিত্তিতে গৃহীত বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হলো, যা পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে। এর আগে ২৫ সেপ্টেম্বর ২৩৭তম সিন্ডিকেট সভায় অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ২৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ‘আমরা ভিসি ও প্রো-ভিসি স্যারের সঙ্গে আলাপ করেছি। তারা বলেছেন, বহিষ্কারাদেশ সম্পূর্ণভাবে বাতিল করবেন। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত মাঠে থাকব। ততদিন পর্যন্ত আমাদের ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রশাসনকে বলেছি, ৭২ ঘণ্টার মধ্যে সিন্ডিকেট সভার মাধ্যমে ২৫ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। অন্যথায় আমরা ক্লাসে ফিরে যাব না।’
গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওপর র্যাগিংয়ের অভিযোগে অর্থনীতি বিভাগ ও পরিসংখ্যান বিভাগের পৃথক তিনটি ঘটনায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের একজনকে আজীবনসহ মোট ২৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ প্রদান করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Discussion about this post