শিক্ষার আলো ডেস্ক
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ চলতি সপ্তাহেই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
আজ রবিবার (১২ অক্টোবর) গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। উপাচার্য বলেন, ‘আমাদের প্রস্তুতি আছে, এ সপ্তাহেই চূড়ান্ত হতে পারে তারিখ’।
আরও পড়ুন-নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন আগামী ডিসেম্বরে
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক অনুষদের ডিনের সাথে কথা হলে তারা জানান, ‘ভর্তি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খুব দ্রুত এ নিয়ে মিটিং হবে। জবি আবারও গুচ্ছে ফিরবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ‘মিটিং হলেই বিষয়টি জানা যাবে।’
Discussion about this post