শিক্ষার আলো ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ।সে হিসাবে এইচএসসিতে এবার প্রায় অর্ধেকই অকৃতকার্য ! ধারণা করা হচ্ছে এবারের পরীক্ষায় জটিল আইসিটি প্রশ্নপত্রই এর প্রধান কারণ। এই পরীক্ষার দিন হলে হলে ছাত্রছাত্রীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং প্রায় সবাই সম্পূর্ণ উত্তর করতে সক্ষম হয়নি!
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গতবারের তুলনায় ১৯ শতাংশ কম। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ড- ৬৪.৬২ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ড- ৫১.৮৬ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ড- ৫৯.৪০ শতাংশ, ময়মনসিংহ শিক্ষা বোর্ড- ৫১.৫৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড- ৫২.৫৭ শতাংশ, যশোর শিক্ষা বোর্ড- ৫০.২০ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ড- ৪৮.৮৬ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ড- ৫৭.৪৯ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ড- ৬২.৫৭ শতাংশ।
শিক্ষার্থীরা ফলাফল দ্রুত দেখবেন যেভাবে
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে
শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে বিনামূল্যে ও ঝামেলাহীনভাবে ফল জানা যাবে।
ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করুন :
ওয়েবসাইটে প্রবেশ করুন : www.educationboardresults.gov.bd
তথ্য প্রদান করুন: পরীক্ষার ধরন (HSC/Alim), বছর (২০২৫) ও বোর্ড নির্বাচন করুন।
রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন : সঠিকভাবে দুই নম্বরই দিতে হবে; ভুল হলে ফলাফল দেখাবে না।
ফলাফল দেখুন : সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর Submit বোতামে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। চাইলে প্রিন্টও নেওয়া যাবে।
Discussion about this post