শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা জরিমানা ছাড়াই বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন ১৯ অক্টোবর ২০২৫ থেকে ২৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য (ডাটা) নিশ্চয়ন করবেন ২৮ অক্টোবর ২০২৫ তারিখে। আর সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ২৯ থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ এখনো ফরম পূরণের কাজ সম্পন্ন করতে পারেনি। তারাও এই বাড়ানো সময়ের মধ্যে জরিমানা ছাড়া কার্যক্রম শেষ করতে পারবে।
তবে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।
Discussion about this post