শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এ একচেটিয়া আধিপত্য দেখিয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। কেন্দ্রীয় সংসদের মোট ২৩ পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে সংগঠনটির মনোনীত প্রার্থীরা।
আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।
সহ-সভাপতি (ভিপি) পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন তিন হাজার ৩৯৭ ভোট।
ব্যতিক্রম দেখা গেছে সাধারণ সম্পাদক (জিএস) পদে। এতে অধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাহউদ্দিন আম্মার ১১ হাজার ৪৩৭ ভোট পেয়ে জিতেছেন। শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার ৭২৯ ভোট।
শিবির-সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ছয় হাজার ৯৭১ ভোট। ছাত্রদল-সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন পাঁচ হাজার ৯৪১ ভোট।
সাংস্কৃতিক, নারী, তথ্য ও গবেষণা, মিডিয়া ও প্রকাশনা, বিতর্ক ও সাহিত্য, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পর্কিত সচিব ও সহ-সচিবসহ অন্যান্য অধিকাংশ পদেও শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
শিবির–সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন— আবু সাইয়িদ মুহাম্মদ নুন (স্যামি), সহ–ক্রীড়া সম্পাদক; জায়েদ হাসান জোহা, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক; মো. রাকিবুল ইসলাম, সহ–সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক; সাইয়িদা হাফসা, নারীবিষয়ক সম্পাদক এবং সামিয়া জাহান, সহ–নারী বিষয়ক সম্পাদক।
আরও পড়ুনঃচাকসুর ভিপি ইব্রাহীম রনি, জিএস সাঈদ
আরও আছেন বিএম নাজমুস সাকিব, তথ্য ও গবেষণা সম্পাদক; সিফাত আবু সালেহ, সহ–তথ্য ও গবেষণা সম্পাদক; মো. মুজাহিদুল ইসলাম, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক; আসাদুল্লাহ, সহ–মিডিয়া ও প্রকাশনা সম্পাদক; মুজাহিদুল ইসলাম সাইম, সহ–বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক; ইমরান লস্কর, বিতর্ক ও সাহিত্য সম্পাদক; মো. নয়ন হোসেন, সহ–বিতর্ক ও সাহিত্য সম্পাদক; আব্দুল্লাহ আল মাসুদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এবং মাসুমা ইসরাত মুমু , সহ–পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক।
চারটি নির্বাহী সদস্যের পদেও জয় পেয়েছে শিবির–সমর্থিত প্যানেল। জয়ীরা হলেন— মো. দীপ মাহবুব, মো. ইমজিউল হক কামালী, সুজন চন্দ্র ও এবিএম খালেদ।
সিনেট নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী জোট পাঁচটি শিক্ষার্থী প্রতিনিধি আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে। মোস্তাকুর রহমান জাহিদ, ফজলে রাব্বি মো. ফাহিম রেজা ও এসএম সালমান সাব্বির শিবির-সমর্থিত প্যানেলের হয়ে নির্বাচিত হয়েছেন। বাকি দুটিতে যথাক্রমে আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মার ও স্বতন্ত্র প্রার্থী আকিল বিন তালেব জিতেছে|
প্রসঙ্গত ৩৫ বছর এবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ২৮ হাজার ৯০১ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ।
এ নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আলোচিত ৮টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে গঠিত ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদবিরোধি ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক আরেক নারী সমন্বয়কের নেত্বতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।
Discussion about this post