শিক্ষার আলো ডেস্ক
জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ ও ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রত্যেককে প্রায় ৪০ হাজার টাকা করে দেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে- কৃষি অনুষদের ৮ জন, ভেটেরিনারি অনুষদের ৪ জন, পশুপালন অনুষদের ৪ জন এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের ৪ জন শিক্ষার্থী রয়েছেন।
আরও পড়ুন:বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় ইউআইইউর ৩ শিক্ষক
আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয়ের কৃষি, পশুপালন, ভেটেরিনারি সায়েন্স ও ফিশারিজ অনুষদের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল বা দুই সেমিস্টারের ভিত্তিতে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। আমরা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, কারণ তারা আমাদের শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিয়েছে এবং আর্থিক সহায়তা করেছে।
উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা, যা ১৯৮৯ সালের নভেম্বরে নাগাও প্রতিষ্ঠা করেন। উন্নয়নশীল দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অবদান রাখতে এই সংস্থা কাজ করে আসছে।
 
	    	 
		    















Discussion about this post