শিক্ষার আলো ডেস্ক
শিক্ষার্থীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাসব্যাপী স্পোকেন ইংরেজি প্রশিক্ষণ কোর্স চালু করেছে ঢাকা কলেজ ছাত্রদল।
আজ শনিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজের আ.ন.ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ‘স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট–২০২৫’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কোর্সটিতে ইতোমধ্যে ৭৩৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সমাপনী পরীক্ষা। দেশসেরা ছয়জন ইংরেজি শিক্ষক ১২টি ক্লাসে প্রশিক্ষণ দেবেন শিক্ষার্থীদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক অনুপমা পাল। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং মেডিকো কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ড. জোবাইদুর রহমান জনি।
আরও পড়ুন-জকসু নির্বাচন: জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
এসময় অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, দক্ষ মানবসম্পদ গঠনে এ ধরনের উদ্যোগ অবশ্যই যুগোপযোগী। ছাত্রদলের এই কর্মসূচি শিক্ষার্থীদের আত্মবিকাশে অনেক বেশি সহায়ক হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান।স্বাগত বক্তব্য দেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন। যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ মাতবর ও সোয়াইব আহমেদ সজীব।
















Discussion about this post