শিক্ষার আলো ডেস্ক
ঢাকা মহানগরীসহ সারাদেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারের ভর্তি প্রক্রিয়ায় কোনো বিদ্যালয় থেকে আলাদা করে ফরম বিতরণ করা হবে না। সম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
শুক্রবার (১৪ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে আগামী ২১ নভেম্বর সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের সময় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের থানাভিত্তিক তালিকা থেকে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করা যাবে। তবে ডাবল শিফট বিদ্যালয়ের উভয় শিফট বেছে নিলে তা দুইটি পছন্দ হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা একই শিফট পুনরায় বেছে নেওয়া যাবে না।
আরও পড়ুন:সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ
ভর্তির ক্ষেত্রে সারাদেশের সরকারি বিদ্যালয়গুলোতে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে; কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না।
বিজ্ঞপ্তি নিচে দেয়া হলো-

















Discussion about this post