শিক্ষার আলো ডেস্ক
কমনরুমের জন্য নামাজঘর, মসজিদ ও লাইব্রেরিতে কার্পেট প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গত মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এসব কার্পেট বিতরণ করা হয়েছে।
জানা যায়, কমনরুমের নামাজঘর, ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসির নামাজের স্থান, মসজিদ ও লাইব্রেরির প্রয়োজনীয় স্থানে নতুন কার্পেট প্রদান করা হয়েছে। ডাকসু নেতারা বলছেন, এসব জায়গায় কিছু কার্পেট নষ্ট হয়ে যাওয়া বা না থাকায় শিক্ষার্থীদের কষ্ট হত। নামাজ কিংবা অবস্থানের জন্য পরিচ্ছন্ন ও ব্যবহারবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এসব জায়গায় নতুন কার্পেট প্রদান করা হয়।
কার্পেট বিতরণকালে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদসহ কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার ও কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাড়া মাস্টারদা সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের জিএস আসিফ ইমাম।















Discussion about this post