শিক্ষার আলো ডেস্ক
রাজধানী ঢাকার বকশিবাজার এলাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার পর আবাসিক হলও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আবাসিক শিক্ষার্থীদেরও হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। সম্প্রতি ভূমিকম্প এবং ছাত্র সংঘর্ষের পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার (২৩ নভেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি ভূমিকম্পজনিত কারণে হলের কিছু পিলার ও কক্ষে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি ২২ নভেম্বর রাতে সংঘটিত ছাত্র সংঘর্ষের পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আল্লামা কাশগরী (রহ.) হল ও মুফতি আমিমুল ইহসান হলে অবস্থানরত সব আবাসিক শিক্ষার্থীকে বিকেল ৪টার মধ্যে হল ছাড়তে হবে।
তবে চলমান ফাযিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা-২০২৪ এর কার্ডধারী আবাসিক পরীক্ষার্থীদের হল সুপার বরাবর আবেদন করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
ভবিষ্যতে পরিস্থিতি স্থিতিশীল হলে আগামী ৪ ডিসেম্বরের পর থেকে শিক্ষার্থীদের পুনরায় হল ব্যবহারের সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে আজ দুপুরে প্রকাশিত মাদ্রাসার অধ্যক্ষের সই করা আরেকটি বিজ্ঞপ্তিতে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।















Discussion about this post