শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সব পরীক্ষা আগামী সোমবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হবে। পরদিন মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে ক্যাম্পাসে সশরীরে ক্লাসও শুরু হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, আগামী সপ্তাহের সোমবার থেকেই স্থগিত থাকা সব পরীক্ষা শুরু হবে। এছাড়া সশরীরে ক্লাস শুরু হবে মঙ্গলবার থেকে। তার আগে রবিবার ও সোমবার ক্লাস চলবে অনলাইনে।
তিনি আরও বলেন, আজকের বিশেষ সিন্ডিকেট সভায় ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারকে। আশা করছি, সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।
প্রসঙ্গত, ধারাবাহিক ভূমিকম্পের ঘটনায় শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।















Discussion about this post