শিক্ষার আলো ডেস্ক
সারা দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।
আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ ৯ ডিসেম্বর। ভর্তিচ্ছুরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষাটি আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, ২১ নভেম্বর দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি আবেদনের শেষ দিন ছিল। এবার ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন ফি জমা দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।















Discussion about this post