শিক্ষার আলো ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটির একটি অংশ বাতিল করে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক চিঠিতে জানানো হয়েছে, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ এখনো সম্পন্ন হয়নি, সেসব বিদ্যালয়কে আগামী ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে (শুক্রবার ও শনিবার বাদে ৩ দিন) পরীক্ষা আয়োজন করতে হবে।
প্রসঙ্গত, শিক্ষকদের আন্দোলনের কারণে ১, ২, ৩ ও ৪ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হয়নি। অনেক বিদ্যালয়েই পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়। পরিস্থিতি সামাল দিতে শীতকালীন ছুটির কিছু অংশ বাদ দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।















Discussion about this post