শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এতে ভর্তি পরীক্ষার তারিখ, শিফট, প্রবেশপত্র, আসনবিন্যাসসহ বিভিন্ন বিষয়ে তাদের তথ্য দেয়া হয়েছে। স্ব স্ব ইউনিটের পরীক্ষার তিন দিন আগে প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করে আসনবিন্যাস জানতে পারবেন শিক্ষার্থীরা।
জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ও এ- ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে ১৬ ও ১৭ জানুয়ারি প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।















Discussion about this post