শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি-১’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে চারুকলায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত ৬ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় যারা কলা ও মানবিকী অনুষদের ‘সি১’ ইউনিটে বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের চারুকলার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর। এদিন বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, প্রয়োজনীয় প্রস্তুতিসহ যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ভর্তিচ্ছুদের উপস্থিত থাকতে হবে। ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুসারে যারা চারুকলা বিভাগে আবেদনের শর্ত পূরণ করেছে কেবল তারাই এই বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
শিক্ষার্থীদের জন্য ৬টি নির্দেশনা হলো:
১. বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট তারিখে সকাল ১০টায় প্রবেশপত্রসহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
২. ব্যবহারিক পরীক্ষার আগে সকাল সাড়ে ১০টার মধ্যে কর্মরত বিএনসিসি স্বেচ্ছাসেবকদের সহায়তায় আসন গ্রহণ করতে হবে।
৩. ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময় উপস্থিতি পত্রে ছাত্র-ছাত্রীদের অবশ্যই স্বাক্ষর করতে হবে। কোনো কারণে উপস্থিতি পত্রে স্বাক্ষর না করলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।
৪. কোনো শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় ৪০% নম্বরের কম পেলে (ব্যবহারিকের জন্য বরাদ্দ নম্বর ২০-এর মধ্যে ন্যূনতম ০৮ পেতে হবে) পরীক্ষায় অকৃতকার্য বলে গণ্য হবে।
৫. ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীকে অবশ্যই ড্রয়িং বোর্ড, পেন্সিল, ইরেজার, কাটার ইত্যাদি সব রকম ড্রইংয়ের ব্যক্তিগত সরঞ্জাম নিয়ে আসতে হবে।
৬. মেধাভিত্তিক চূড়ান্ত ফলাফল কলা ও মানবিকী অনুষদ, বিভাগের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত হবে।















Discussion about this post