শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের একটি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) তারিখে অনুষ্ঠেয় ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষার কোড ২২০৩।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে। এ পরীক্ষায় যেসব বিষয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন, সেগুলোর মধ্যে রয়েছে— বাংলা (২৩১০০৩), ইংরেজি (২৩১১০৩), আরবি (২৩১২০৩), সংস্কৃত (২৩১৩০৩), ইতিহাস (২৩১৫০৩), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (২৩১৬০৩), দর্শন (২৩১৭০৩), ইসলামী শিক্ষা (২৩১৮০৩), গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (২৩৩৮০৩), রাষ্ট্রবিজ্ঞান (২৩১৯০৩), সমাজবিজ্ঞান (২৩২০০৩), সমাজকর্ম (২৩২১০৩), অর্থনীতি (২৩২২০৩), নৃ-বিজ্ঞান (২৩৪০০৩)।
এ ছাড়া, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ের পরীক্ষাও একই তারিখে অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের মধ্যে রয়েছে— মার্কেটিং (২৩২৩০৩), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (২৩২৪০৩), হিসাববিজ্ঞান (২৩২৫০৩), ব্যবস্থাপনা (২৩২৬০৩), পদার্থবিদ্যা (২৩২৭০৩), রসায়ন (২৩২৮০৩), প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞান (২৩২৯০৩), উদ্ভিদবিজ্ঞান (২৩৩০০৩), প্রাণিবিজ্ঞান (২৩৩১০৩), ভূগোল ও পরিবেশ (২৩৩২০৩), মৃত্তিকাবিজ্ঞান (২৩৩৩০৩), মনোবিজ্ঞান (২৩৩৪০৩), গার্হস্থ্য অর্থনীতি (২৩৩৫০৩), পরিসংখ্যান (২৩৩৬০৩), গণিত (২৩৩৭০৩), পরিবেশ বিজ্ঞান (২৩৪৪০৩) এবং সঙ্গীত (২৩৪৫০৩)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৬ নভেম্বর অনুযায়ী ঘোষিত সময়সূচির অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে।















Discussion about this post