শিক্ষার আলো ডেস্ক
প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়ার নাম করে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অ্যাকাউন্ট নম্বর, পিন এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চেয়ে সম্প্রতি প্রতারণার চেষ্টা করছে একটি চক্র।
বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীদের সচেতন করতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (উপবৃত্তি) নিখিল চন্দ্র হালদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়/আইবাস++ এর কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন নম্বর থেকে মাঠ পর্যায়ের উপবৃত্তি সফটওয়্যারের ইউজারগণের (বিদ্যালয়/ক্লান্টার/উপজেলা) কাছ থেকে প্রতারক চক্র/হ্যাকার গ্রুপ ওটিপি/ইউজার আইডি/পাসওয়ার্ড চাচ্ছে মর্মে মাঠ পর্যায় থেকে জানা যায়।
সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়/আইবাস++ থেকে উপবৃত্তি সংক্রান্ত কাজের জন্য কখনোই মাঠ পর্যায়ের কোনো ইউজারের ওটিপি /ইউজার আইডি/পাসওয়ার্ড চাওয়া হয় না এবং এমনকি প্রয়োজনও নাই।
চিঠিতে বলা হয়, এ ব্যাপারে সতর্ক থাকাসহ কোনোক্রমেই সংশ্লিষ্ট ইউজারগণের ওটিপি/ইউজার আইডি/পাসওয়ার্ড অন্য কাউকে জানানো কিংবা শেয়ার না করার জন্য পুনরায় অনুরোধ করা হলো। তবে ভুলক্রমে ওটিপি/ইউজার আইডি/পাসওয়ার্ড কারো সাথে শেয়ার/প্রদান করে থাকলে সাথে সাথেই নতুন করে পাসওয়ার্ড রিসেট/পরিবর্তন করতে হবে।
আরও বলা হয়, প্রতারক চক্র/হ্যাকার গ্রুপ যে সকল নম্বর থেকে ফোন করে ওটিপি/ইউজার আইডি/পাসওয়ার্ড চাচ্ছে এবং হুমকি-ধমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে লোকাল থানায় অভিযোগ দায়ের/সাধারণ ডায়েরিভুক্ত করে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগ (dirpesd.dpe@gmail.com)-কে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।















Discussion about this post