শিক্ষার আলো ডেস্ক
রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২০২৬ সালে দেশের মাদ্রাসাগুলোতে টানা এক মাসের বেশি সময় পাঠদান বন্ধ থাকবে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।
রোববার (২৮ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদফতর ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে।
মাদ্রাসা শিক্ষা অধিদফতরের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ বছর মোট ৭০ দিনের বাৎসরিক ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রমজান মাস, একুশে ফেব্রুয়ারি, জুমাতুল বিদা, শবে কদর, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত সাপ্তাহিক বন্ধসহ দীর্ঘ অবকাশ রাখা হয়েছে।
ফলে রোজা ও ঈদুল ফিতর উপলক্ষে ২০২৬ সালে দেশের মাদ্রাসাগুলোতে টানা এক মাসের বেশি সময় পাঠদান বন্ধ থাকবে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।
তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মাদ্রাসায় ছুটি শুরু হবে। এ ছুটির মধ্যে রয়েছে রোজা, একুশে ফেব্রুয়ারি, জুমাতুল বিদা, শবে কদর, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের ছুটি। এসব ছুটি শেষে আগামী ২৭ মার্চ মাদরাসা খুলবে। সাপ্তাহিক বন্ধসহ এ সময়ে মোট এক মাস ১০ দিনের দীর্ঘ ছুটি নির্ধারণ করা হয়েছে।
ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে মাদ্রাসায় উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে মোট ১৫ দিন। দুর্গাপূজার জন্য তিন দিনের ছুটি রাখা হয়েছে। এ ছাড়া শীতকালীন অবকাশসহ অন্যান্য ছুটি মিলিয়ে ১০ দিন নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন।
এদিকে প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসাগুলোর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন থেকে, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। দাখিল পর্যায়ের নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। আর বার্ষিক পরীক্ষা শুরু হবে ১২ নভেম্বর থেকে এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।















Discussion about this post