নিজস্ব প্রতিবেদক
উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণের নীতিমালা তৈরি করছে সরকার। ‘ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ শিরোনামের এ নীতিমালা সব ধারার শিক্ষাব্যবস্থায় দক্ষতা নিশ্চিত ও যাচাইয়ে ব্যবহৃত হবে। ইতোমধ্যে নীতিমালার খসড়া তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসিউরেন্স ইউনিট। খসড়া চূড়ান্ত করার কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। খসড়া নীতিমালাটি পর্যালোচনা করে তা চূড়ান্তকরণের উদ্দেশ্যে আগামী ১৫ সেপ্টেম্বর এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এতে সভাপতিত্ব করবেন। মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ডিগ্রি দেয়ার কোন বাধা ধরা নিয়ম নেই। এ প্রতিবন্ধকতা থেকেই শিক্ষার মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সে সমস্যা দূর করতে ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। এরপর ২০১৮ খ্রিষ্টাব্দের শেষের দিকে নীতিমালার খসড়া তৈরির কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। খসড়া তৈরি করে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, নীতিমালাটির খসড়া চূড়ান্তকরণের কাজ শুরু হচ্ছে। নীতিমালার খসড়া চূড়ান্তকরণে সভা আহ্বান করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামী ১৫ সেপ্টেম্বর ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ আক্রেডিশন কাউন্সিলের চেয়ারম্যানসহ সদস্যরা সভায় অংশ নেবেন।
জানা গেছে, নীতিমালায় একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়নের বিধান রাখা হতে পারে। এছাড়া নীতিমালায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার ক্ষেত্র পরিবর্তনে শিক্ষার্থীদের ক্রেডিট স্থানান্তরের জাতীয় পদ্ধতি প্রণয়নের পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি এক অনলাইন আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশে মাদরাসা শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, ইংলিশ মিডিয়াম, কওমি ও সাধারণ শিক্ষা ধারাসহ ভিন্ন ভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। সাধারণ শিক্ষা আবার দুই ধারায় বিভক্ত। ইংলিশ ভার্সন ও বাংলা ভার্সন। শিক্ষার সব ধারাই কিছু আবশ্যিক দক্ষতা অর্জন করতে হয়। কিন্তু অনেক সময় লক্ষ করা যাচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থায় এই আবশ্যিক দক্ষতা অর্জিত হচ্ছে না। সরকার আবশ্যিক দক্ষতা উন্নয়ন এবং সব ধারার শিক্ষাব্যবস্থায় দক্ষতা নিশ্চিত ও যাচাইয়ের জন্য একটি ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্রণয়ন করতে যাচ্ছে।















Discussion about this post