শিক্ষার আলো ডেস্ক
বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত অ্যালপার ডগার ( এডি) সায়েন্টিফিক ইনডেক্স ২০২১-এ স্থান পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১১ গবেষক। তালিকায় বাংলাদেশের ১ হাজার ৭৮৮ জন গবেষকের মধ্যে স্থান পেয়েছেন তারা।
শনিবার (৯ অক্টোবর) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। র্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন।
তালিকায় নোবিপ্রবির গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন ফিসারিজ এবং মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, দ্বিতীয় স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, তৃতীয় স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদ সারোয়ার।













Discussion about this post