নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ এড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবার পাখি মেলা অনুষ্ঠিত হবে না।
বুধবার (৫ জানুয়ারি) পাখি মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (৭ জানুয়ারি) এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, মেলার সব প্রস্তুতি শেষ করেছি। কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে পাখি মেলা স্থগিত করতে হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় মেলায় যেসব অ্যাওয়ার্ড দেওয়া হয় তা সুবিধাজনক সময়ে দেওয়া হবে।















Discussion about this post